অ্যাপল ম্যাকবুক প্রো
ল্যাপটপের জগতে অ্যাপলের ম্যাকবুক প্রো প্রতিবছর সেট করে দেয় নতুন স্ট্যান্ডার্ড। তারই ধারাবাহিকতায় নতুন জেনারেশনের ম্যাকবুক প্রো লঞ্চ করল অ্যাপল।
১৪ ও ১৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী এম২ সিরিজের চিপস। এ ছাড়া নতুন বছরের শুরুতেই ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটার এনেছে মার্কিন সংস্থাটি। এই কম্পিউটারেও এম২ সিরিজের চিপস আছে। এম২ ছাড়াও এম২ প্রো চিপসে কেনা যাবে ম্যাক মিনি। অন্যদিকে ১৪ ও ১৬ ইঞ্চি মডেলের অ্যাপল ম্যাকবুক প্রো-তে থাকছে এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপস। ২৪ জানুয়ারি থেকে কোম্পানিটির অফিশিয়াল স্টোর থেকে ২৭টি দেশে এই ল্যাপটপ ও কম্পিউটার বিক্রি শুরু করবে অ্যাপল।
এম২ প্রো ও এম২ ম্যাক্স চিপ-চালিত ম্যাকবুক প্রো ১৪ ও ১৬ ইঞ্চি সংস্করণ পাওয়া যাবে। এটি এম১ ভ্যারিয়েন্টের চেয়ে ২০ শতাংশ বেশি দ্রুত গতির সিপিইউ পারফরম্যান্স দেবে। এ ছাড়া ৩০ শতাংশ বেশি দ্রুতগতির জিপিইউ পারফরম্যান্স পাওয়া যাবে নতুন চিপগুলোতে। উভয় আকারের জন্য তিনটি করে প্রিসেট অপশন রেখেছে অ্যাপল, যা কিনতে পারবেন ক্রেতারা। আবার চাইলে নিজের সুবিধামতো প্রসেসর, মেমোরি ও স্টোরেজ অপশন বেছে নেওয়ার সুযোগও রয়েছে।
এম২ প্রো চিপে চলা ম্যাকবুকটিতে ৮ কোর সিপিইউ, ১০ কোর জিপিইউ বা গ্রাফিকস প্রসেসিং ইউনিট, ৮ গিগাবাইট র্যাম এবং ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অন্য দিকে এম২ ম্যাক্স চিপে চলা ম্যাকবুকে রয়েছে ১০ কোর সিপিইউ, ১৬ কোর জিপিইউসহ ১৬ গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা। ১৪ ও ১৬ ইঞ্চি পর্দার ম্যাকবুকগুলোতে থান্ডারবোল্ট ৪ পোর্টের পাশাপাশি একটি করে ইউএসবি এবং এইচডিএমআই পোর্ট রয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ম্যাকবুক প্রো
- অ্যাপল