'আদর্শ' স্টল বরাদ্দ না পেলে কে জয়ী হবে?
অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ নিয়ে লেখক-প্রকাশকদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। ব্যস্ত সময় পার করছেন বই ছাপানো ও বাঁধাইয়ের সঙ্গে যুক্তরা। প্রকাশকরা শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ করছেন। এমন সময়ে জানা গেল, বছরের সবচেয়ে বড় আয়োজন ফেব্রুয়ারির অমর একুশে গ্রন্থমেলায় স্টল পাচ্ছে না প্রকাশনা সংস্থা আদর্শ।
বাংলাদেশে এখন যে ক'টি প্রতিষ্ঠান সুনামের সঙ্গে বই প্রকাশ করে আসছে, 'আদর্শ' তাদের একটি। দীর্ঘ ১২ বছর ধরে এই প্রতিষ্ঠানটি প্রকাশনা চলিয়ে আসছে। এই সুদীর্ঘ সময়ে এখান থেকে প্রকাশ হয়েছে ছয়শর অধিক গ্রন্থ। এর সঙ্গে যুক্ত আছেন প্রায় তিনশ লেখক। এ ছাড়া প্রুফরিডার, সম্পাদনা সহকারী, বাঁধাইখানার শ্রমিক থেকে শুরু করে আরও বেশ কিছু লোকের কর্মসংস্থান করেছে এই প্রতিষ্ঠানটি। তাই স্বাভাবিকভাবেই এমন একটি প্রতিষ্ঠান যখন মেলায় অংশগ্রহণের জন্য এখনও স্টল বরাদ্দের বিষয়টির নিশ্চয়তা পায়নি, তখন এর সঙ্গে সংশ্নিষ্টদের মানসিক অবস্থা আমরা অনুমান করতে পারি।
- ট্যাগ:
- মতামত
- বইমেলা
- অমর একুশে গ্রন্থমেলা