শিল্পকলায় আজ থেকে 'আলী যাকের নতুনের উৎসব'
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী 'আলী যাকের নতুনের উৎসব ২০২৩'। এ নাট্যোৎসবে পাঁচটি নাট্যদলের পাঁচজন নির্দেশকের পাঁচটি নতুন নাটক প্রদর্শিত হবে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন ফেরদৌসী মজুমদার।এবারের আয়োজনের উদ্বোধনী দিনে বাংলাদেশের নাট্যাঙ্গনের চারজনকে সম্মাননা দেবে নাগরিক নাট্য সম্প্রদায়।
তাঁরা হলেন- সৈয়দ শামসুল হক, জিয়া হায়দার, খালেদ খান ও আলী যাকের। নতুন পাঁচ নাটক হলো- শুভাশিস সিনহা নির্দেশিত হূৎমঞ্চ রেপারটরির প্রযোজনায় 'রিমান্ড', অলোক বসু নির্দেশিত থিয়েটার ফ্যাক্টরির প্রযোজনায় 'দ্য রেসপেক্টফুল প্রস্টিটিউট', মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার প্রযোজনায় 'সখী রঙ্গমালা', বাকার বকুল নির্দেশিত তাড়ুয়ার প্রযোজনায় 'আদম সুরত' এবং আজাদ আবুল কালাম নির্দেশিত প্রাচ্যনাটের প্রযোজনায় 'অচলায়তন'।