ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে ‘সাঁতাও’

বার্তা২৪ জাতীয় জাদুঘর প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ১৯:৪১

২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলছে। প্রতিদিন ৫টি ভেন্যুতে দেখানো হবে ১২৯টি পূর্ণদৈর্ঘ্য ও ১২৩টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র। এর মধ্যে ৮১টি বাংলাদেশের চলচ্চিত্র। আজ উৎসবের সপ্তম দিন। আজ ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হচ্ছে ২২টি স্বল্পদৈর্ঘ্য ও ২১টি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ‘সাঁতাও’ সিনেমাটি দেখানো হচ্ছে । খন্দকার সুমনের পরিচালনায় গণমানুষের অর্থায়নে নির্মিত ‘সাঁতাও’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী আইনূন পুতুল। সিনেমাতে তার চরিত্রের নামও পুতুল। সিনেমাটি ২৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবার কথা রয়েছে। এর আগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হচ্ছে আজ শুক্রবার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও