হেলিকপ্টারে করে গিয়ে জয় নিয়ে ফিরল বার্সা
প্রথম আলো
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৮:৩৪
মৌসুমে এ পর্যন্ত ২৩ ম্যাচে ২২ গোল। গোল বানিয়েছেন ৫টি। কাল রাতে কোপা ডেল রেতে সেউতার বিপক্ষে ম্যাচটিসহ এ মৌসুমে মাঠে ছিলেন ১৮৯৯ মিনিট। প্রতি ৮৬ মিনিট পর তাঁর কাছ থেকে একটি গোল পেয়েছে বার্সেলোনা। গোলের পথ তৈরি করেছেন প্রতি ৭০ মিনিট পর। ঠিকই ধরেছেন। লোকটার নাম রবার্ট লেভানডফস্কি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে গোলে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড বেশ এগিয়ে। ১৮ ম্যাচে ২২ গোল করেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার। তাঁকে অন্য দলে দেখে বার্সার অন্তত হিংসায় জ্বলে-পুড়ে মরার কিছু নেই। কারণ, বার্সারও আছে লেভানডফস্কি। কাল রাতেও গোল পেয়েছেন কাতালান ক্লাবটির এই পোলিশ স্ট্রাইকার। স্প্যানিশ ফুটবলে তৃতীয় স্তরের দল সেউতাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সা। জোড়া গোল করেন লেভানডফস্কি।
- ট্যাগ:
- খেলা
- বার্সেলোনা
- স্ট্রাইকার
- বার্সেলোনা ওপেন