কফির কাপে এক চামচ মাখন ওজন কমায়!

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৭:৪১

ম্যাচিয়াটোস, ল্যাটেস, কাপাচিনোস, অ্যারেরিকানোস আর মোচাস কতই না নাম। কফি চেইনগুলোতে অর্ডার করলেই মিলবে নানা ফ্লেবারের ধোঁয়া ওঠা কফি।


বলাই বাহুল্য এই কফিতে দুধ, শটস আর সিরাপতো থাকবেই কিন্তু ক্যাফাইন ক্রেজে নতুন সংযোজন ‘মাখন কফি’। ক্যাফেগুলোতে এখন ধুমসে চলছে এই কফি। আর এমনি এমনি নয়। এই কপি ওজন কমানোর নতুন উপায়। বলাই হচ্ছে ওজন কমাতে চান, কফিতে ঢেলে দিন এক চামচ মাখন। ঘন করে ডাবল এক্সপ্রেসো তৈরির পর এই মাখন ঢেলে নিতে হবে তার ওপরে। শুনে চমকে উঠতে পারেন অনেকেই। কিন্তু নতুন গবেষণা বলছে, এই চর্বি আমাদের শরীরের জন্য ভালো আর শরীর সচেতনদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে উঠছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও