
‘বিজ্ঞাপন নয় বাস্তব’
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিষার তেলের বোতল হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্থির ছবি সবার ওয়ালে ওয়ালে শোভা পাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই ছবি শেয়ার দিয়ে লিখছেন ‘বিজ্ঞাপন নয় বাস্তব’।
ছবিটির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে দেশীয় বিভিন্ন ধরনের ফল, শাক-সবজি, তেল ইত্যাদিতে সাজানো। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বৈশ্বিক মন্দা শুরুর পর থেকে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিজেদের আবাদযোগ্য জমির প্রতি ইঞ্চি কাজে লাগানোর পরামর্শ দিয়ে আসছেন। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী শুধু মুখে না বলে গণভবন প্রাঙ্গণে দেশীয় শাক-সবজি, ফল, ধান চাষ করে সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করছেন। তাকে দেখে যেন দেশের জনগণও অনুপ্রেরণা পায়।