You have reached your daily news limit

Please log in to continue


‘সুকেশ আমার জীবন নষ্ট করেছে’, বললেন জ্যাকলিন

বলিউড অভিনেত্রী জ্যাকলিন বলেছেন সুকেশ তার জীবন নষ্ট করেছেন। বুধবার (১৮ জানুয়ারি) দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে ২০০ কোটি রুপি তছরুপের মামলায় হাজিরা দিয়ে এ অভিযোগ করেন তিনি।

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় গত এক বছর ধরে আইনি জটিলতা সামলাচ্ছেন জ্যাকলিন ইডি-র দাবি সুকেশের অতীত ও পেশা জেনেই ‘নিজ স্বার্থে’ সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তবে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে দেওয়া বিবৃতিতে জ্যাকলিন বলেছেন ভিন্ন কথা।

জ্যাকলিন আদালতে আরও বলেন, সুকেশ তাকে বিভ্রান্ত করেছেন, তার ক্যারিয়ার নষ্ট করেছেন। জ্যাকলিন জানিয়েছেন সুকেশ তার সঙ্গে দেখা করেন একজন সরকারি কর্মকর্তা হিসেবে।

জ্যাকলিন আরও বলেন, ‘সুকেশ নিজেকে সান টিভির মালিক হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে জে জয়ললিতা তার আত্মীয়। চন্দ্রশেখর বলেছিলেন তিনি আমার একজন অনুরাগী এবং আমাকে বলেছিলেন দক্ষিণ ভারতেও সিনেমা করা উচিত আমার। বলেছিলেন সান টিভির অনেকগুলি প্রকল্প রয়েছে। আমাদের দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার চেষ্টা করা উচিত।’

জেল থেকে ফোন করার প্রসঙ্গে জ্যাকলিন আদালতকে জানিয়েছেন, ‘তিনি কখনও বলেননি যে জেল থেকে ফোন করছেন। আর ভিডিও কলের ব্যাকগ্রাউন্ড দেখেও মনে হয়নি সেই ফোন জেল থেকে করা। পিছনে সোফা আর পর্দা দেখা যেত।’ জ্যাকলিন আরও দাবি করেন ৮ আগস্ট ২০২১-এর পর তার আর সুকেশের সঙ্গে কথা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন