গ্লুকোমা রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব
গ্লুকোমায় চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, চোখের দেখার ক্ষমতা কমে যায়। দীর্ঘদিন এমন চললে একসময় রোগীকে অন্ধত্ব বরণ করতে হয়।
রোগের কারণ : এ রোগের সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। তবে চোখের উচ্চচাপ এ রোগের প্রধান কারণ বলে ধরে নেওয়া হয়। স্বাভাবিক চাপেও এ রোগ হতে পারে। সাধারণত চোখের উচ্চচাপ ক্রমে চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত করে দৃষ্টি ব্যাহত করে। কিছু কিছু রোগের সঙ্গে এ রোগের গভীর সম্পর্ক লক্ষ করা যায়। অন্যান্য কারণেও এ রোগ হতে পারে। যেমনÑ পরিবারের অন্য কোনো নিকটাত্মীয়ের (মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, চাচা, মামা, খালা, ফুপু) এ রোগ থাকা; বয়স চল্লিশ বা তার বেশি; ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ; মাইগ্রেন; রাতে উচ্চ রক্তচাপের ওষুধ সেবন; দীর্ঘদিন স্টেরয়েড সেবন করা; ছানি অপারেশন না করা বা দেরি করা; চোখের অন্যান্য রোগ; জন্মগত চোখের ত্রুটি ইত্যাদি। চোখের উচ্চচাপই কেবল ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়, যা গ্লুকোমা রোগের প্রধান কারণ বলে মনে করা হয়।