![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/public/uploads/2023/01/17/1673925977.CALIFORNIA.jpg)
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলি, মা ও সন্তানসহ নিহত ৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীরা গুলিতে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় মাস বয়সী এক শিশু ও তার মা রয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে একটি বাড়িতে ঢুকে বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি চালায়। ধারণা করা হচ্ছে এ ঘটনায় দুইজন জড়িত। পুলিশ তাদের খুঁজছে।
এদিকে ঘটনাটিকে টার্গেট কিলিং উল্লেখ করেছেন কাউন্টি শেরিফ মাইক বউরেক্স। তিনি জানান, এ ঘটনার সঙ্গে সংঘবদ্ধ কোনো চক্র জড়িত থাকতে পারে।
কাউন্টি শেরিফ বলেন, ঘটনার পর পুলিশ দুই জনের মরদেহ সড়কে, একজনের মরদেহ ঘরের দরজায় পড়ে থাকতে দেখে। বাকিদের মরদেহ ঘরের ভেতরে পড়েছিল।