কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেঙ্গু নিয়ন্ত্রণে ডব্লিউএইচওর সহায়তা চান মেয়র আতিক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৮:১৫

এডিস মশাবাহিত ডেঙ্গু নিয়ন্ত্রণ ও নাগরিকদের মধ্যে জনসচেতনতা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।


সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে নগর ভবনে ডিএনসিসি মেয়রের কার্যালয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি বার্ধন জং রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ আহ্বান জানান।


বৈঠকে মেয়র আতিকুল ডেঙ্গু নিয়ন্ত্রণে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ডিএনসিসির নেওয়া কার্যক্রম তুলে ধরেন।


তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমরা বছরজুড়ে নানা পদক্ষেপ নিয়েছি। এডিস মশার প্রজননক্ষেত্র খুঁজে বের করে ধ্বংস করছি। ড্রোন ব্যবহার করে ছাদে পানি জমে আছে কি না বা মশার প্রজননক্ষেত্র আছে কি না সেটি মনিটরিং করা এবং ছাদ বাগাদের তালিকা প্রণয়ন করা হয়েছে। সঠিকভাবে ছাদ বাগান করার বিষয়ে প্রশিক্ষণও দিয়েছি। ড্রেন, খাল ও লেক দূষণমুক্ত করতে পয়োবর্জ্যের অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করছি। সর্বোপরি জনসচেতনতা খুব জরুরি। এটি নিয়ে আমরা কাজ করছি। ডেঙ্গু নিয়ন্ত্রণে ও জনসচেতনতা সৃষ্টিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতা আহ্বান করছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও