কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চুলের যত্নে ব্যবহার করবেন যে ৭ তেল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:৪৬

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য নিয়মিত তেল ব্যবহারের বিকল্প নেই। চুলের গোড়ায় পুষ্টি জোগায় তেল। এছাড়া চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করার পাশাপাশি ঝলমলে, ঘন ও মসৃণ চুল পেতে চাইলেও অয়েল ম্যাসাজ ভীষণ জরুরি। জেনে নিন চুলের যত্নে কোন কোন তেল ব্যবহার করবেন।


১। চুলের যত্নে অনন্য অলিভ অয়েল। এটি চুল ভেঙে যাওয়া রোধ করে ও চুলের রুক্ষ ভাব কমায়। বিভিন্ন হেয়ার প্যাকে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল। আবার সামান্য গরম করে সরাসরি ম্যাসাজ করতে পারেন।


২। ভিটামিন ই, ভিটামিন কে ও আয়রনের চমৎকার উৎস ভার্জিন নারিকেল তেল। শীতে চুলের রুক্ষ ভাব দূর করতে দারুণ কার্যকর এই তেল।


৩। পটাশিয়াম ও সালফার সমৃদ্ধ অনিয়ন অয়েল বা পেঁয়াজের তেল ম্যাসাজ করতে পারেন চুলে। এটি চুলের গোড়া শক্ত রাখে ও চুল পড়া কমায়। পাশাপাশি চুলের আগা ফাটা রোধ করতেও সাহায্য করে পেঁয়াজের তেল।


৪। চুলের যত্নে ব্যবহার করতে পারেন অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ নিম অয়েল। এই তেল যেমন ঝলমলে রাখে চুল, তেমনি চুল পড়া কমাতেও সাহায্য করে। এছাড়া চুলের গোড়ায় থাকা ব্যাকটেরিয়া দূর করতে কার্যকর নিম অয়েল।


৫। সরিষার তেল ম্যাসাজ করতে পারেন চুলে। এতে রয়েছে বেটা-ক্যারোটিন, সেলেনিয়াম ও জিংক। চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এসব উপাদান।


৬। ঘন ও ঝলমলে চুল পেতে চাইলে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারেন চুলের যত্নে। ওমেগা থ্রি ও ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড রয়েছে এই তেলে।


৭। চুলের শুষ্কতা রোধ করতে দারুণ কার্যকর তিলের তেল। এতে রয়েছে বিভিন্ন ধরনের ওমেগা ফ্যাটি অ্যাসিড।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও