You have reached your daily news limit

Please log in to continue


‘সরকারের নিজের ঘর পরিষ্কার করলে দুর্নীতি অর্ধেক কমে যেত’

দুর্নীতিবাজরা এখন সরকার ও সরকারি দলে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, দুর্নীতিবাজদের তথ্য প্রধানমন্ত্রী ও তার সচিবালয়ের অজানা থাকার কথা নয়। প্রয়োজনে সরাসরি দুর্নীতির তথ্য পেতে প্রধানমন্ত্রী তার সচিবালয়ে বিশেষ একটি শাখাও খুলতে পারেন। 

রোববার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দলের কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কাস পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় এ কথা বলেন তিনি। 

সাইফুল হক বলেন, বহু ধরনের নিয়ন্ত্রণ ও খবরদারির মধ্যেও প্রতিদিন গণমাধ্যম সরকার সংশ্লিষ্টদের দুর্নীতির যেসব রোমহর্ষক ঘটনা প্রকাশ করছে, কেবল সেসবের বিচার হলে দুর্নীতি অনেকখানি কমে যেতে পারে। 

তিনি আরও বলেন, সরকার ও সরকারি দল কেবল নিজেদের ঘর পরিষ্কার করলেই দুর্নীতি অর্ধেক কমে যেতে পারে। দুর্নীতির বিরুদ্ধে 
‘জিরো টলারেন্স’ এর কথা বলে সরকার তার ক্ষমতা প্রলম্বিত করলেও গত দেড় দশকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি আগের সব রেকর্ড অতিক্রম করে গেছে। দুর্নীতি এখন নীতি হয়ে দাঁড়িয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন