ভারতের পর এবার নিজের দেশে ‘ঢেউ’

প্রথম আলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ১৫:০৫

সুবর্ণা সেঁজুতি তখন লিখছিলেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার চিত্রনাট্য। লেখালেখির সূত্র হিসেবে ব্যবহার করছিলেন পূরবী বসুর ‘আমার এ দেহখানি’। বইটির ‘একের ভেতর পাঁচ’ ছোটগল্পটি পড়ে দারুণভাবে উজ্জীবিত হন নির্মাতা। দ্রুতই ছোটগল্পটি অবলম্বনে লিখে ফেলেন একটি চিত্রনাট্য। এ–ই হলো সুবর্ণা সেঁজুতির স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঢেউ’-এর শুরুর গল্প। দেশে করোনার সংক্রমণ শুরুর আগেও এই নির্মাতা জানতেন না, দেশের দর্শককে সিনেমাটি দেখাতে তাঁকে আরও অপেক্ষা করতে হবে। অবশেষে আজ রোববার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্রিমিয়ার হবে ‘ঢেউ’ ছবির।


ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ওমেন ফিল্ম মেকারস বিভাগে আজ দেখানো হবে ‘ঢেউ’। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় ছবিটির প্রথম প্রদর্শনী। দ্বিতীয় প্রদর্শনী হবে কাল সোমবার বেলা একটায়। শুরুতে পূরবী বসুর ‘একের ভেতর পাঁচ’ গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখলেও পরে বদলে যায় তা। পরিচালক জানান, ‘ঢেউ’ এখন পূরবী বসুর গল্প অবলম্বনে না বলে প্রেরণায় নির্মিত বলাটাই ভালো


সুবর্ণা সেঁজুতি বলেন, ‘কোভিড–পরবর্তী অবস্থাসহ নানা কারণে পরে গল্পটি অবলম্বনে যে চিত্রনাট্য লিখেছিলাম, তা করতে পারিনি। নতুন করে আরেকটি চিত্রনাট্য লিখি, যেটা আসলে গল্পটির দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে। একটি নাটকের দলের গল্পের ভেতর দিয়ে পূরবী বসুর গল্পের দর্শনটাকে তুলে নিয়ে এসেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও