পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ভোগান্তিতে ঘরমুখী মুসল্লিরা
বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত শেষ হওয়ার পর গণপরিবহন সঙ্কটে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মুসল্লিরা। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ পর্যন্ত বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাস না পেয়ে অনেকেই পিকআপ ভ্যান ও ট্রাকে রওনা দিচ্ছেন। কেউ আবার বাধ্য হয়ে হেঁটেই বাড়ির দিকে রওনা দিয়েছেন।
রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়। মোনাজাত শেষে সকাল সাড়ে ১০টা থেকে বাড়ি ফেরার জন্য মুসল্লিদের ব্যস্ততা বেড়ে যায়।
আবুল হোসেন বলেন, গত বৃহস্পতিবার গফরগাও থেকে বিশ্ব ইজতেমা ময়দানে আসি। তবে ইজতেমা ময়দানে জায়গা হয়নি। অনেক কষ্ট হলেও আখেরি মোনাজাতে অংশ নিতে পেরেছি। এজন্য খুব ভালো লাগছে। এখন বাস না পেয়ে হেঁটেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।