পাতলা ও নরম রুটি বানানোর কৌশল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ১০:৫০

সকালের নাস্তায় বানিয়ে ফেলতে পারেন পাতলা ও নরম রুটি। অনেকেই অভিযোগ করেন যে রুটি সেঁকার পর শক্ত হয়ে যায়। কিছু কৌশল অনুসরণ করে বানালে রুটি যেমন পাতলা হবে, তেমনি থাকবে নরমও।


১। ২ কাপের পর আরও ১/৪ কাপ ময়দা নিন। ময়দা চেলে নিন।


২। ১ চা চামচ লবণ ও ২ চা চামচ তেল মেশান ময়দায়।


৩। ২০০ মিলি গরম পানি মেশান ময়দার সঙ্গে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও