২১ ঘণ্টা পর মুক্তিপণ দিয়ে ফিরলেন ৬ রোহিঙ্গা
কক্সবাজারের টেকনাফ উপজেলার সড়ক থেকে অপহরণের ২১ ঘণ্টা পর ছয় রোহিঙ্গা মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার সন্ধ্যায় জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থী শিবিরের দায়িত্বে নিয়োজিত ১৬ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান।
তিনি বলেন, “বিকালে তিন লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর সন্ধ্যা ৬টায় ছয় রোহিঙ্গা হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর ক্যাম্পে তাদের নিজেদের ঘরে ফিরেছেন।“
ছয়জন হলেন- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আমির হাকিমের ছেলে মোহাম্মদ ফরোয়াজ (৩৮), তার ভাই মোহাম্মদ জোহার (৩০), মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ নূর (৩৫), আবুল হোসেনের ছেলে নুরুল হক (৩০), ইউছুফ আলীর ছেলে জাহিদ হোসেন (৩৫) এবং একই ক্যাম্পের সি-ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ ইদ্রিস (১৯)।
এ ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ বেলাল (৩৫) হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল এলাকার জালাল আহমদের ছেলে।