বিএনপির নির্বাচনে আসা কি অনিশ্চিত
কয়েকটি সংবাদ শিরোনামে চোখ বুলানো যাক—
১. বিএনপিকে নির্বাচনে আসতেই হবে: কাদের; দৈনিক ইত্তেফাক, ৭ জানুয়ারি ২০২৩
২. শেষ পর্যন্ত বিএনপিকে নির্বাচনে আনার চেষ্টা করা হবে: কৃষিমন্ত্রী; বাসস, ৭ জানুয়ারি, ২০২৩
৩. বিএনপি না এলেও নেতারা ঠিকই ভোটে আসবে: হাছান মাহমুদ; বিডিনিউজ, ৬ জানুয়ারি ২০২৩
এই সংবাদ শিরোনামগুলো পড়ে যে প্রশ্নটি মাথায় আসছে তা হলো, আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়া কি অনিশ্চিত? প্রশ্নটা আসছে এ কারণে যে, বিএনপি এখনো বলছে এবং তারা মূল যে দাবিতে অনঢ় তা হলো, নির্বাচনের আগে সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন— যেটি বিদ্যমান সংবিধানের আলোকে অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। যদি সংবিধান সংশোধন করা না হয় এবং যদি আগের দুটি নির্বাচনের ধারাবাহিকতায় দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়, তাহলে কি বিএনপি নির্বাচন বয়কট করবে, যেমনটা করেছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে?
ওই নির্বাচন বয়কট করে বিএনপি কি রাজনৈতিকভাবে লাভবান হয়েছিল? এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলেও মাত্র ৬টি আসনে জয় পায়। ফলে আগামী সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সঙ্গে অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে গেছে। বিশেষ করে কোন সরকারের অধীনে নির্বাচন হবে এবং নির্বাচনের সময় সরকারপ্রধান হিসেবে কে থাকবেন— সেটিই এখন বিএনপির প্রধান বিবেচ্য।
নানা কারণেই দীর্ঘদিন রাজনীতির মাঠে প্রায় নিষ্প্রভ হয়েছিল বিএনপি। কিন্তু গত বছরের শেষদিকে দলটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে। বিশেষ করে বিভাগীয় পর্যায়ের সমাবেশে বিপুল মানুষের সমাগম এবং সবশেষ গত বছরের ১০ ডিসেম্বর রাজধানী ঢাকায় তাদের সমাবেশকে ঘিয়ে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাতে বোঝা যাচ্ছে আগামী দিনগুলোয় বিএনপি হয়তো দাবি আদায়ে আরও বেশি তৎপর হবে। কিন্তু মূলধারার প্রতিটি দলেরই প্রধান লক্ষ্য সরকার গঠন। সরকার গঠন করতে হলে বিএনপিকে নির্বাচনে যেতে হবে।
গত ৭ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে।' তার ভাষায়: নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। একই দিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক টাঙ্গাইলে এক অনুষ্ঠানে বলেন, 'নির্বাচনে কে অংশগ্রহণ করল, আর কে করল না, তাতে কিছু যায় আসে না। তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব বিএনপিকে নির্বাচনে আনার জন্য।'