ডেস্কটপ বাজারের জন্য সর্বোচ্চ গতির প্রসেসর আনল ইনটেল
ফিনান্সিয়াল এক্সপ্রেস
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩, ১৮:২৫
চিপ জায়ান্ট ইনটেল এমন এক ডেস্কটপ প্রসেসর উন্মোচন করেছে, যা ‘ওভারক্লকিং ছাড়াই’ ছয় গিগাহার্টজ পর্যন্ত গতি তুলতে পারে। সিপিইউ’র কার্যক্ষমতা ‘বুস্ট করা’র ক্ষেত্রে ‘ওভারক্লকিং’ শব্দটি ব্যবহৃত হয়।
ইনটেলের নতুন প্রসেসরের নাম ‘কোর আই৯-১৩৯০০ কেএস’। দাবি ঠিক হলে এটি ডেস্কটপ বাজারে দ্রুততম প্রসেসর হিসেবে নাম লিখিয়েছে। ইনটেল বলছে, এটি সম্ভব হয়েছে প্রসেসরের ‘থারমাল ভেলোসিটি বুস্ট’ নামের ফিচারের মাধ্যমে, যা চিপকে অপেক্ষাকৃত শীতল অবস্থায় রেখে তুলনামূলক দ্রুতগতিতে পরিচালনার সুযোগ দেয়। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই চিপ ‘আই৯-১৩৯০০ কে’ নামে পরিচিত চিপের আপগ্রেডেড সংস্করণ।