৫০০ টাকা করে জরিমানা দিয়ে মুক্ত স্পা সেন্টারের ৯ জন
রাজধানীর গুলশানের ‘অল দা বেস্ট স্পা’ সেন্টার থেকে আটক নয়জনকে ৫০০ টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও পাঁচদিন তাদের কারাগারে রাখার আদেশ দেওয়া হয়। তবে, তারা জরিমানার টাকা নিয়ে সিএমএম আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিএমপি অধ্যাদেশের ৭৪ ধারায় (অসামাজিক কার্যকলাপ) অপরাধ করায় তাদের ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক ফুয়াদ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জরিমানা
- অসামাজিক কার্যকলাপ