টেকনাফে ৩ কেজি স্বর্ণসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন কেজি ৩২০ গ্রাম স্বর্ণ ও পাঁচ কেজি নিষিদ্ধ কারেন্ট জালসহ ইয়াছ নূর (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার মো. জাকারিয়ার ছেলে।
বুধবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহপরীর দ্বীপ সীমান্ত থেকে এসব চোরাচালান উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, মিয়ানমার হতে স্বর্ণের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ মিয়ানমার সীমান্তে অভিযান চালায় বিজিবি। এসময় একজন জেলে মৎস্য আহরণ শেষে জাল হাতে বেড়ীবাঁধের দিকে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। টহলদল ধাওয়া করে তাকে আটক করে। পরে তাকে তল্লাশী করে নেটের জাল ও টেপ দিয়ে মোড়ানো ৩ কেজি ৩২০ গ্রাম স্বর্ণ পাঁচ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। যার অনুমানিক বাজারমূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকজনের নাম স্বীকার করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- স্বর্ণসহ আটক
- যুবক আটক