কোর্ত্তয়ার বীরত্বে সুপার কাপের ফাইনালে রিয়াল
চ্যানেল আই
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১৩:১৪
থিবো কোর্ত্তয়া ত্রাতা হলেন রিয়াল মাদ্রিদের। লস ব্লাঙ্কোসদের হয়ে আরেকবার দেখিয়েছেন মনে রাখার মতো বীরত্ব। বেলজিয়ান গোলকিপারের নৈপুণ্যে টাইব্রেকারে ভ্যালেন্সিয়াকে ৪-৩ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে গেছে স্প্যানিশ জায়ান্টরা।
বুধবার রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল ও ভ্যালেন্সিয়া। ৩৯ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। সুযোগ কাজে লাগান ফরাসি তারকা করিম বেনজেমা। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করে আনচেলত্তির দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে যায় ভ্যালেন্সিয়া। রাইট উইং থেকে অসাধারণ ক্রসে বক্সে বল পাঠান স্প্যানিশ ডিফেন্ডার টনি লাতো। সুযোগ কাজে লাগিয়ে গোল শোধ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড স্যামুয়েল লিনো। পরে ভ্যালেন্সিয়া কয়েকবার আক্রমণ করলেও জালের দেখা পেতে ব্যর্থ হয় কোর্ত্তয়ার নৈপুণ্যে।
- ট্যাগ:
- খেলা
- স্প্যানিশ সুপার কাপ