নতুন বছরে মৌলিক গান নিয়ে কাজ করব: মীম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ১২:৫৫

শাহরিন সুলতানা মীম। সুরের মানুষ, গানের মানুষ তিনি। গানকে হৃদয়ে রেখে হাঁটছেন দূরে- বহুদূরে যাওয়ার প্রত্যয়ে। এরই মধ্যে ‘এক চোখেতে হাসন কান্দে আরেক চোখে লালন’ গান গেয়ে লালন ভক্তদের মন জয় করেছেন মীম।


মীম বন্ধুদের সঙ্গে করা গান ফেসবুকে আপলোড তারপর ভাইরাল হয়ে আলোচনায় আসেন। ফোক গান করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। লালনগীতি বেশি গাওয়ার কারণে ‘লালনকন্যা’ নামেও পরিচিতি লাভ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও