আফগানিস্তানে মেয়েদের পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার অনুমতি দিল তালেবান
নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা নিয়ে আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মধ্যে এবার শর্ত সাপেক্ষে প্রাথমিক পর্যায় পর্যন্ত মেয়েদের পড়াশোনার অনুমতি দিয়েছে তালেবান। তারা ঘোষণা দিয়েছে সরকারি ও বেসরকারি স্কুলগুলোয় পঞ্চম শ্রেণি পর্যন্ত মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তালেবান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট এ তথ্য জানিয়েছে।
তালেবানের শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুল ও শিক্ষা কেন্দ্রগুলো খোলা রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের সবাইকে পর্দা মেনে পোশাক পরতে হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিষেধাজ্ঞা
- নারী শিক্ষা