কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Fog | শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশাও, ভোরে গাড়ি চালানোর সময়ে কী ভাবে সতর্ক থাকবেন?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১৮:৩৯

শীতের পারদ এমন চড়চড় করে বাড়বে, তা বোধ হয় হাওয়া অফিসও আগে থেকে টের পায়নি। কনকনে ঠান্ডায় কাঁপছে শহর থেকে শহরতলি। সেই সঙ্গে আছে কুয়াশার দাপট। বিশেষ করে সকালের দিকে কুয়াশায় ঢেকে যায় চারদিক। কুয়াশার সেই দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে সবচেয়ে সমস্যা হয় গাড়ি চালাতে। তা ছাড়া, যে কোনও সময়ে ব়ড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ারও আশঙ্কা থাকে।


গাড়ির ঠিক সামনে খুব বেশি হলে এক হাত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আশপাশে সব আবছায়া। দিনের শুরুতে এমন দৃশ্যমানতার অভাবে এর আগেও বহু দুর্ঘটনা ঘটেছে। পরিসংখ্যান বলছে, এই কুয়াশার কারণেই শীতে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়ে যায়। কুয়াশায় গাড়ি চালানোর সময় তাই অতি সতর্ক থাকা জরুরি। সেই সঙ্গে কয়েকটি নিয়মও মেনে চলা জরুরি। আরও পড়ুন: ৫ কৌশল: মেনে চললে শীতের ঠান্ডায় ঝিমিয়ে পড়া টবের গাছ দ্রুত চাঙ্গা হবে কুয়াশাচ্ছন্ন পরিবেশে গাড়ি চালানোর সময়ে কী কী সুরক্ষা নেবেন? 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও