লিকুইড ফাউন্ডেশন ব্যবহারের আগে যা জানা জরুরি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১৬:৪১

জমকালো পার্টিতে যাওয়ার আগে কিংবা ছোটখাট কোনও নিমন্ত্রণে উপস্থিত থাকার জন্য ঘরেই একটু সেজে নিই আমরা। আর নিখুঁত ও উজ্জ্বল ত্বক পেতে লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করা চাই-ই। তবে মেকআপ হালকা হোক কিংবা চড়া, বেজ মেকআপ সঠিক না হলে ত্বকের সৌন্দর্য ফুটে ওঠে না ভালোভাবে।


বাজারে নানা রকম ফাউন্ডেশন রয়েছে। বর্তমানে এটি ব্যবহারের আগে কিছু বিষয় জানা থাকা ভালো। ১। ফাউন্ডেশন ব্যবহারের আগে ত্বক পরিষ্কার করে নিন ভালো করে। ত্বক মুছে নিন চেপে চেপে।২। এবার ত্বকে লাগান ময়েশ্চরাইজার। নাহলে রুক্ষ ত্বকে ঠিকঠাক বসবে না ফাউন্ডেশন। তবে খুব ভারি ময়েশ্চরাইজার লাগাবেন না।৩। ময়েশ্চারাইজারের পর প্রাইমার লাগিয়ে নিন। ব্রণ বা ত্বকে অন্য কোনও দাগ থাকলে প্রাইমার সেটাকে ফিকে করে দেবে।৪। এই পর্যায়ে লাগান ফাউন্ডেশন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও