কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামে ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

জাগো নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩, ১৬:০৬

প্রাইভেটকারে চড়ে নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশ। রোববার (৮ জানুয়ারি) বিকেল পৌনে ৫টা এবং দিনগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর টাইগারপাস সংলগ্ন পলোগ্রাউন্ড যুব সংঘ ক্লাবের সামনের রাস্তা এবং চান্দগাঁও থানাধীন মোহরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।


গ্রেফতাররা হলেন- চট্টগ্রামের বাঁশখালী থানাধীন পুঁইছড়ি প্রেমবাজার মলার পাড়া গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২১), রাঙ্গুনিয়া থানাধীন কোদালা ইউনিয়নের ফজল মেম্বারের বাড়ির নুরে আলমের ছেলে সাজ্জাদ হোসেন (২৪), কক্সবাজারের চকরিয়ার মাইজপাড়া বেতুয়া বাজার এলাকার মো. হানিফের ছেলে মো. ফরহাদ ওরফে দিদার (২৪), চট্টগ্রামের হাটহাজারির বুড়িশ্চর নজু মিয়া হাট এলাকার মো. আবুল হোসেনের ছেলে মো. আসিফ হোসেন (২১) এবং কুয়াইশ কলেজ কালা কাজীল বাড়ি এলাকার মো. নাছের উদ্দিনের ছেলে মাহফুজুর রহমান ওরফে আদনান (২৩)। এসময় তাদের কাছ থেকে রামদা, ধারালো টিপ ছোরা, স্কু ড্রাইভার, ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও