অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে মাদ্রাসা শিক্ষক বরখাস্ত

সমকাল গোবিন্দগঞ্জ প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:০৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাখিল পড়ুয়া অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার তাকে বরখাস্ত করা হয়েছে বলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক আনোয়ারুল ইসলাম সমকালকে জানিয়েছেন।জানা যায়, উপজেলার শাখাহার ইউনিয়নের জাংগালপাড়া গ্রামের আমতাজ উদ্দিনের ছেলে মো. নুরুন নবী মণ্ডল মিলন পার্শ্ববর্তী সাপমারা ইউনিয়নের ‘সাপমারা দাখিল মাদ্রাসায়’ সহকারী শিক্ষক পদে চাকরি করেন।


শিক্ষকতার সুবাদে ওই প্রতিষ্ঠানের দাখিল শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান শিক্ষক নুরুন নবী। এ ঘটনায় এলাকাসহ প্রতিষ্ঠানে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক নুরুন নবীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।শিক্ষক নুরুন নবীর সংসারে অনার্স পড়ুয়া ছেলে সহ তিন ছেলে রয়েছে বলে জানা গেছে। তার এমন কাজে তার পরিবারের সদস্যরা লজ্জিত বলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।মাদ্রাসার কয়েকজন শিক্ষক জানান, মেয়েটি এবারে দাখিল পরীক্ষার্থী ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও