ঘন কুয়াশা কেটে ঢাকায় রোদেলা আকাশ

জাগো নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২৩, ১০:৫৯

বেশ কয়েকদিন পর রোদেলা সকাল দেখলো নগরবাসী। গত সপ্তাহের মাঝামাঝি থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল ঢাকার আকাশ। দুদিন কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলেছিল, দুপুরের পর। তাই পুরো সময় ছিল তীব্র শীত। অনেক দিন এমন শীতের মুখোমুখি হয়নি ঢাকাবাসী। মূলত ঘন কুয়াশার কারণে সূর্য না ওঠায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে গিয়ে তীব্র শীত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। যদিও রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। ঢাকায় এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে কনকনে শীতের পরিস্থিতি বদলে যাচ্ছে ঢাকায়। গতকাল (রোববার) দুপুরে রোদের দেখা মিলেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও