ফোল্ডিং ফোনের জাদু
নতুন প্রজন্মের ফোন হিসেবে ব্যবহারকারীদের আকৃষ্ট করছে ফোল্ডিং তথা ভাঁজযোগ্য ফোন। ফোল্ডিং ফোন হয়ে উঠেছে ফ্যাশন এবং আভিজাত্যের প্রতীক। নতুন উদ্ভাবনের মাধ্যমে গ্রাহক আকৃষ্টে স্মার্টফোনের শীর্ষ ব্র্যান্ডগুলো এরই মধ্যে ফোল্ডিং ফোন বাজারে এনেছে। এই তালিকায় রয়েছে স্যামসাং, হুয়াওয়ে, মটোরোলা, অপো, শাওমির মতো স্মার্ট ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান। স্মার্ট ডিভাইস জায়ান্ট অ্যাপলের পাশাপাশি ভাঁজযোগ্য ফোন নিয়ে কাজ করছে এলজি, ভিভো, টিসিএল, ওয়ানপ্লাসের মতো কোম্পানি। দাম একটু বেশি হলেও ফোল্ডিং ফোনের জাদুর স্পর্শ পেতে মুখিয়ে আছেন ব্যবহারকারীরা।
ফোল্ডিং ফোনের বাজারে বলা যায় একচ্ছত্র আধিপত্য রয়েছে দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের দখলে। স্যামসাংয়ের একাধিক ভাঁজযোগ্য ডিভাইস বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড এবং গ্যালাক্সি ফ্লিপ নামে দুটি সিরিজের ভাঁজযোগ্য ফোন বাজারজাত করছে। সদ্য বিদায়ী বছরে স্যামসাং বাজারে ছেড়েছে গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ডিভাইস। স্যামসাংয়ের ফোল্ডিং ডিভাইসের আগের সংস্করণে কিছু ত্রুটি দেখা দিলেও জেড ফ্লিপ ৪ কিংবা জেড ফোল্ড ৪ গ্রাহকদের চমৎকার অভিজ্ঞতা দিয়েছে।