আট চোখে শঙ্কা
বাবার জন্মভূমি বাংলাদেশে ফিরে এসেছে চার শিশু। প্রথমবারের মতো পিতৃভূমিতে পা রাখলেও তাদের চোখে আনন্দের ছাপ দেখা যায়নি। কারণ, গত বছরের ১৮ ফেব্রুয়ারি তাদের বাবা জাহাঙ্গীর আলম মারা গেছেন।
কক্সবাজারের সন্তান জাহাঙ্গীর আলম ২১ বছর আগে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে। সেখানে কর্মসূত্রে পরিচয় হওয়া এক ইন্দোনেশীয় নারীকে বিয়ে করেন। তাঁদের সংসারে জন্ম হয় দুই মেয়ে এবং দুই ছেলের। সন্তানদের রেখে ইন্দোনেশীয় নারী নিজ দেশে চলে যান ছয় বছর আগে। আর যোগাযোগ রাখেননি। তারপর থেকে চার ভাই-বোন ছিল বাবার কাছে। বাবার মৃত্যুর পর এতিম চার শিশু আশ্রয়হীন হয়ে পড়ে। ঠাঁই হয় জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। সেখানে আট মাস কাটিয়ে গত শনিবার জমিলা, মুজাহিদ, সামিয়া ও ইয়াসিন ঢাকায় ফিরেছে। সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবারে আশ্রয় পেলেও তাদের আট চোখে হানা দিচ্ছে নানা শঙ্কা।
- ট্যাগ:
- মতামত
- সমাজসেবা
- রহস্যজনক
- সমাজসেবা অধিদফতর
- ফেসবুক
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে