কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাষ্ট্র ও আইনের ওপর মানুষ আস্থা রাখতে পারছে না

প্রথম আলো পারভীন হাসান প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৩, ১৩:১৭

নতুন বছর শুরু হলো। একটা করোনা মহামারি গেল। এরপর ইউক্রেন যুদ্ধের অভিঘাত সইতেও হচ্ছে। সামনের বাংলাদেশকে কীভাবে দেখছেন?


পারভীন হাসান: করোনা মহামারি আমরা বেশ ভালোভাবেই মোকাবিলা করেছি বলা যায়। হ্যাঁ, আমাদের অনেক দুর্বলতা, অব্যবস্থাপনা ও ত্রুটি ছিল। তবে যেভাবে ধারণা করা হয়েছিল, খুবই খারাপ পরিস্থিতি হবে, সেটি হয়নি, যেমনটি আমরা পার্শ্ববর্তী দেশে দেখি। তবে সামনের বাংলাদেশে নতুন আরও মহামারির জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। এরপর ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে আমাদেরও ভুগতে হয়েছে। এখনো ভুগতে হচ্ছে। এ ছাড়া অর্থনৈতিক খাতে নানাভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেটি সামনে এগিয়ে যাওয়ার পথে বড় চ্যালেঞ্জ। তবে নানা প্রতিবন্ধকতার মধ্যেও যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাতে আমি আশাবাদী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও