ইসরায়েলের মাধ্যমে রাশিয়াকে কি বার্তা দিল যুক্তরাষ্ট্র?
ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেন তাঁর কার্যালয়ের বিশ্রাম কক্ষের চাবি হাতে পাওয়ার আগেই একটি উঁচু পর্যায়ের কূটনৈতিক সংলাপ প্রক্রিয়ায় যুক্ত হয়ে পড়েছেন। ৪ জানুয়ারি তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে সংলাপ করেন। এর আগের দিনই টেলিফোনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আন্টনিও ব্লিঙ্কেনের সঙ্গে টেলিফোন আলাপে অংশ নেন।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লাভরভের দিক থেকে প্রথম কোহেনের কাছে টেলিফোন সংলাপের অনুরোধটি আসে। কোহেন কথা বলার আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়। অধিকাংশ সংবাদমাধ্যমের প্রতিবেদন হলো, যুক্তরাষ্ট্র কোহেনের মাধ্যমে লাভরভের কাছে একটি বার্তা পৌঁছে দিয়েছে। কিন্তু কোনো পক্ষই এখন পর্যন্ত জানায়নি বার্তাটি কী ছিল।