![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-01%252Fdf67c0dd-655d-410b-b0f7-1254c1e2e5cf%252Fc2ab16f1_423268_P_3_mr.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
কম্পিউটার হালনাগাদ কেন, কখন, কীভাবে
প্রথম আলো
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৩
প্রথম আলোর পাঠক মোবাশ্বির নেহাল টেক–বার্তার কাছে জানতে চেয়েছেন, পারসোনাল কম্পিউটার (পিসি) কীভাবে হালনাগাদ বা আপগ্রেড করা যায়? তাঁর এ প্রশ্নের উত্তর থাকছে আজকের প্রতিবেদনে।
পিসি হালনাগাদ মানে কী?
পিসি হালনাগাদ বা আপগ্রেড হলো কম্পিউটারে থাকা কিছু যন্ত্রাংশ পরিবর্তন করে নতুন যন্ত্রাংশ সংযোজন করে এর ক্ষমতা বাড়ানো। পিসি হালনাগাদ করে এর স্থায়িত্ব আরও বাড়িয়ে নেওয়া যায়। এ সময়ে কিছুদিন পরপর সফটওয়্যার হালনাগাদ হতে দেখা যায়। ফলে পুরোনো যন্ত্রাংশে (কনফিগারেশন) পিসি ভালো কাজ করলেও সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ ইনস্টল করার পর কাজের ক্ষমতা অনেক ক্ষেত্রে তা কমে যায়। এ ক্ষেত্রে পিসিতে সামান্য কিছু যন্ত্রাংশ যোগ বা পরিবর্তন করে আবার কাজের গতি ফিরে পাওয়া যায় অথবা আগের থেকেও ভালো কাজ করে।