কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলার আসামির মৃত্যু

নিউজ বাংলা ২৪ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৩, ১৫:৫২

গাজীপুরের কাশিমপুর কারাগার-২-এ অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার এক আসামির।


শুক্রবার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।


৫৫ বছর বয়সী আবুল হোসেনের বাড়ি বরিশালের কোতোয়ালি থানার রাজধর গ্রামে।


কাশিমপুর কারাগার-২-এর জেল সুপার আমিরুল ইসলাম জানান, হরকাতুল জিহাদের (হুজি) সদস্য আবুল হোসেন খোকন প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে বন্দি ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।


তিনি আরও জানান, কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৮টার দিকে খোকনকে মৃত বলে জানান।


২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি চায়ের দোকানের পেছনে এ বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও