উত্তরাখন্ডে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদের আদেশ স্থগিত
উত্তরাখন্ডের হলদোয়ানিতে ভারতীয় রেলের জমিতে বসবাসকারী মানুষদের এখনই উচ্ছেদ করা যাবে না। এ বিষয়ে উত্তরাখন্ড হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিলেন, সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার তা স্থগিত রাখলেন। বিচারপতি সঞ্জয় কিষান কল ও বিচারপতি অভয় ওকা শুনানি শেষে জানান, পঞ্চাশ হাজার মানুষকে এভাবে উচ্ছেদ করা যায় না।
সুপ্রিম কোর্ট জানান, এটা একটা মানবিক বিষয়। উচ্ছেদের আগে ওখানে বসবাসকারীদের পুনর্বাসন সরকারকে করতে হবে। তা না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। বিচারপতিরা জানান, ওই জমিতে নতুন করে কিছু স্থাপন করা যাবে না। বিচারপতি সঞ্জয় কিষান কল বলেন, এই মামলার অনেকগুলো দিক রয়েছে। বহু বছর ধরে হাজার হাজার মানুষ ওই জমিতে বসবাস করছেন। কেউ কেউ তা নিলামে কিনেছেন বলে দাবি করছেন, কেউ কেউ ইজারা (লিজ) নিয়েছেন। সে সব কাগজ তাঁদের রয়েছে। বিষয়টি মানবিক। কোনোভাবেই বলা যায় না, সাত দিনের মধ্যে জায়গা খালি করে দিতে হবে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উচ্ছেদ অভিযান
- উচ্ছেদ