বাসন মাজার তরল সাবান শেষ হয়ে গিয়েছে? চিন্তা নেই, ৫ ঘরোয়া উপকরণেই মিলবে সমাধান
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ২১:৪৭
বাজার থেকে কেনা তরল শেষ হয়ে গিয়েছে। অথচ হেঁশেলে একগাদা বাসন পড়ে রয়েছে। কিন্তু এই শীতের রাতে সাবান কিনতে আবার দোকানে যেতে ইচ্ছা করছে না। তা হলে উপায়? বাড়িতে থাকা এমন কিছু জিনিস দিয়েই বাসন হয়ে উঠতে পারে নতুনের মতো। যার মধ্যে ক্ষতিকর রাসায়নিকও থাকে না। আবার হাতের ত্বকও ভাল থাকে।
বাড়িতে থাকা কোন কোন উপাদানে বাসন হয়ে উঠবে ঝকঝকে?
১) বেকিং সোডা
সাধারণ গরম জলে বেকিং সোডা মিশিয়ে বাসন ভিজিয়ে রাখুন। তার পর সেখান থেকে তুলে স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে নিলেই পোড়া দাগ থেকে তেলমশলা দূর হবে।
- ট্যাগ:
- লাইফ
- বেকিং সোডা প্যাক
- বেকিং সোডা