হোয়াটসঅ্যাপে ৫ জনের চ্যাট পিন করার সুবিধা আসছে
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ১৪:৪৬
বছর শুরুতেই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। এতদিন হোয়াটসঅ্যাপে-এ ৩টি চ্যাট পিন টু টপ করা যেত। এখন থেকে ৩টির পরিবর্তে ৫টি চ্যাট পিন টু টপ করা যাবে। প্রযুক্তি ওয়েবসাইট ওয়াবেটাইনফো এ তথ্য জানিয়েছে।
ওয়াবেটাইনফো জানিয়েছে, বিভিন্ন চ্যাট, মেসেজের ভিড়ে অনেক জরুরি চ্যাট হারিয়ে যায়। প্রয়োজনের সময় সেগুলো দ্রুত খুঁজে পাওয়া কঠিন হয়। সেই সমস্যা দূর করার জন্য আসছে এই নতুন ফিচার। এই ফিচারের সাহায্যে সহজেই প্রয়োজনীয় চ্যাটকে খুঁজে পাওয়া যাবে। সেই কারণেই ৩টির পরিবর্তে বদলে এখন থেকে ৫টি জরুরি চ্যাট পিন টু টপ করা যাবে।
সবার আগে হোয়াটসঅ্যাপ খুলুন। এবার যে চ্যাট টিকে পিন টু টপ করতে চাইছেন সেটাকে ক্লিক করে থাকুন বা রাইট সোয়াপ করুন।
এবার উপরে একটি পিন আইকন দেখতে পাবেন। সেটিকে ক্লিক করুন। তাহলেই আপনার চ্যাট পিন টু টপ হয়ে যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- চ্যাট
- হোয়াটসঅ্যাপ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে