কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শীতের সঙ্গে বাড়ছে গরম পোশাকের বেচাকেনা

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২২, ১২:১৩

নভেম্বরের শুরু থেকেই শীতের আগমনী বার্তা কিছুটা পাওয়া গেলেও মাসজুড়ে সেভাবে শীতের দেখা পাওয়া যায়নি। কিন্তু ডিসেম্বরের শুরু থেকেই রাজধানীসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। সোয়েটার, উলের পোশাক, ব্লেজার, ট্রাউজার, জ্যাকেট, চাদর, মাফলার, কানটুপিসহ নানা ধরনের শীতবস্ত্রের দাম এখন তুলনামূলক বেশি।


শীত আরো বাড়লে শীতের পোশাকের বেচাকেনা বাড়বে বলে ব্যবসায়ীদের আশা। গরম কাপড়ের ব্যবসায়ীরা বলছেন, দেশে এখন মূলত নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত শীতের মৌসুম ধরা হয়। ফলে এ সময়ের এক মাস আগে থেকেই গরম কাপড়ের বাজার জমে ওঠে। এ বছর শীতের তীব্রতা কম ও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার কারণে মৌসুমের অর্ধেকের বেশি সময় চলে গেলেও গরম কাপড়ের বিক্রি গত বছরের তুলনায় কম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও