নারী কর্মীদের ওপর নিষেদ্ধাজ্ঞায় আফগানিস্তানে ৩ বিদেশি এনজিওর কাজ বন্ধ

ডেইলি স্টার আফগানিস্তান প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ২১:৩৯

নারী কর্মীদের ওপর তালেবান নিষেধাজ্ঞা দেওয়ার পর তিনটি গুরুত্বপূর্ণ বেসরকারি সংস্থা (এনজিও) আফগানিস্তানে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।


এক যৌথ বিবৃতিতে কেয়ার ইন্টারন্যাশনাল, দ্য নরয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এবং সেভ দ্য চিলড্রেন বলেছে 'নারী কর্মী ছাড়া' তাদের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না। সেই সঙ্গে তারা নারীদের কাজের অনুমতি দেওয়ার জন্য তালেবান প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।


২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসার পর তালেবানরা ক্রমাগতভাবে নারীদের অধিকার সংকুচিত করছে।


গত মঙ্গলবার নারীদের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ নিষিদ্ধ করে তালেবান প্রশাসন। আফগানিস্তানের উচ্চ শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এর পরই এনজিওতে নারীদের কাজে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও