রিহ্যাব মেলা : মধ্যবিত্তের চাহিদা ছোট রেডি ফ্ল্যাট
ছোট বা মাঝারি আকারের ফ্ল্যাট কিনতে আগ্রহী আব্দুল খালেক। তবে সেটি হতে হবে প্রস্তুত। নির্মাণাধীন ফ্ল্যাটে তাঁর আগ্রহ কম। কারণ ফ্ল্যাট বুঝে পেতে দেরি হয়।
গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আবাসন মেলার চতুর্থ দিনে কথা হয় রাজধানীর যাত্রাবাড়ীর এই বাসিন্দার সঙ্গে। তিনি বলেন, ‘ছোট ব্যবসাপ্রতিষ্ঠান চালিয়ে কিছু টাকা জমিয়েছি। নির্মাণাধীন ফ্ল্যাট কিনলে কবে বুঝিয়ে দেবে তার নিশ্চয়তা নেই। তাই রেডি ফ্ল্যাট কিনব। আমার অনেক পরিচিতজন এক বছর আগে নির্মাণাধীন ফ্ল্যাট কিনে এখনো বুঝে পাননি। ’
বাড্ডা থেকে ফ্ল্যাটের দাম যাচাই করতে মেলায় এসেছেন আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। বেতন যা পাই, তাতে হোম লোন নিতে পারব। কিন্তু লোন নিয়ে নির্মাণাধীন ফ্ল্যাট বুকিং দিলে সেটি পেতে দেরি হলে নিজের খরচ আর লোন পরিশোধ নিয়ে হিমশিম খেতে হবে। তাই প্রস্তুত একটি ছোট ফ্ল্যাট খুঁজছি। ’
গতকাল মেলার চতুর্থ দিন সরকারি ছুটি থাকায় দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল। গতকাল বিকেল ৩টা পর্যন্ত মেলা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ৩৫০ কোটি টাকার বেশি ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে।