You have reached your daily news limit

Please log in to continue


ফিরে দেখা ২০২২: হলিউডের আলোচিত সব বিয়ে

শেষ হতে যাচ্ছে ২০২২ সাল। এরপর শুরু হবে নতুন আরও এক বছর। চলতি বছর জুড়ে হলিউডে ছিল বিয়ের ধুম। নতুন বছর শুরুর আগে চলতি বছরে শোবিজের কারা নতুন জীবন শুরু করেছেন সেই তথ্য দেখে নেয়া যাক।

বেন অ্যাফ্লেক-জেনিফার লোপেজ: সবচেয়ে প্রতীক্ষিত বিয়েগুলোর একটি ছিল বেন অ্যাফ্লেক-জেনিফার লোপেজের বিয়ে। ২০০২ সালে বাগদান হয় এই জুটির। ২০০৪ সালে ভেঙে যায় সম্পর্ক। আবার সেই সম্পর্ক জোড়া লাগে। ২০২২ সালের জুলাইয়ের ১৬ তারিখ লাস ভেগাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি।

ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরি: দ্বিতীয় বিয়ে ভাঙার পর ১৬ বছর পর ৯ জুন তৃতীয়বার বিয়ে করলেন ব্রিটনি স্পিয়ার্স। পাত্র স্যাম আসগরি, যার সঙ্গে ২০১৬ থেকে প্রেম করছেন ব্রিটনি। লস অ্যাঞ্জেলসে জমকালো আয়োজনে বিয়ে করেন এই জুটি।

কোর্টনি কার্দাশিয়ান-ট্রাভিস বার্কার: আমেরিকান মডেল এবং মিডিয়া ব্যক্তিত্ব কোর্টনি কার্দাশিয়ান। কোর্টনির স্বামী ট্র্যাভিস বার্কার একজন আমেরিকান সঙ্গীতজ্ঞ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর ২২ মে বিয়ে করেন তারা। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে সম্পূর্ণ গোপনীয়তায়।

ক্রিস্টেন ডানস্ট-জেসে প্লেমনস: অভিনেত্রী ক্রিস্টেন ডান্স তার দীর্ঘদিনের প্রেমিক জেসে প্লেমনসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন চলতি বছর। জামাইকার এক লাক্সারি রিসোর্টে গোপনীয়তার সাথে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠানের।

ব্রুকলিন বেকহাম-নিকোলা পেল্টজ: তিন বছর প্রেমের পর অভিনেত্রী নিকোলা পেল্টজ এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহামের বড় ছেলে ব্রুকলিন বেকহাম। ৯ এপ্রিল ফ্লোরিডার পাম বিচে নিজেদের এস্টেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন ব্রুকলিন-নিকোলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন