কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পঞ্চগড়ে তাপমাত্রা ১০.৪, খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা

জাগো নিউজ ২৪ পঞ্চগড় প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭

এক সপ্তাহের ব্যবধানে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমে বেড়েছে শীতের মাত্রা। এতে করে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষরা। তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।


বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সপ্তাহজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে উঠানামা করছিল। তবে বুধবার দিনের তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।


বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো এলাকা। একই সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। কুয়াশার কারণে প্রতিদিন সকাল ৮-৯টা পর্যন্ত হেড লাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। কনকনে শীতের সঙ্গে দুর্ভোগ বেড়েছে রিকশা-ভ্যানচালক আর খেটে খাওয়া মানুষদের। বিশেষ করে ভোর থেকে মাঠে কাজ করা শ্রমিকদের দুর্ভোগ বেশি। কয়েক দিনের মধ্যে শীতের তীব্রতা আরও বাড়বে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও