টুইটারের জন্য প্রধান নির্বাহী খুঁজছেন ইলন মাস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার পর থেকে সমালোচনা যেনো পিছুই ছাড়ছে না টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের। সবচেয়ে বেশি সমালোচিত হন কর্মী ছাঁটাই করে। তাই এখন আর তিনি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে থাকতে চান না। এজন্য হন্য হয়ে খোঁজ করছেন যোগ্য উত্তরসূরী।
সিএনবিসিরি ডেভিড ফ্যাবার জানিয়েছেন, মাস্ক সক্রিয়ভাবে খুঁজছেন, জিজ্ঞাসা করছেন ও কে সত্যিকারের যোগ্য প্রার্থী হতে পারেন তা যাচাই-বাছাই করছেন।
ফ্যাবার বলেন, টুইটারের প্রধান নির্বাহী প্রধান হিসেবে বেশ কিছু নাম বিবেচনাধীন। যদিও তিনি টি-মোবাইলের সাবেক সিইও জন লেগেরে ও ধনকুবের সাবেক টুইটারের সিইও জ্যাক ডরসির স্থলাভিষিক্তের বিষয়টি উড়িয়ে দিয়েছেন।
টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন নতুন মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।