![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Dec/1640178817_stack-of-christmas-gifts-decorations-and-knitted-sweater-1.jpg)
বড়দিনে বড় কিছু নয়, বরং ছোট ছোট উপহারেই ভাল হবে মন, কী কী দিতে পারেন প্রিয়জনকে
বড়দিন প্রায় এসে গেল। ছোটদের অনেকেই এই দিনে অপেক্ষা করে থাকে সান্তার জন্য। মা-বাবাও সাধ্যমতো উপহার দিয়ে খুশি করেন তাদের মন। কিন্তু উপহার কি কেবল ছোটদেরই ভাল লাগে? বড়দের মন কি উপহার চায় না? মুখ ফুটে না বললেও প্রিয়জনের থেকে উপহার পেতে ভাল লাগে অনেকেরই। শুধু দেওয়াই নয়, প্রিয়জনকে নতুন কিছু একটা উপহার দিয়ে চমকে দিতে ভাল লাগে, যাঁরা উপহার দেন তাঁদেরও। এ বার বড়দিনে কী কী উপহার দিতে পারেন প্রিয়জনকে?
১। সময়: উপহার মানেই কি দামি জিনিস? অনেক সময় সব কিছু থাকার পরেও ভাল থাকে না মানুষের মন। কারণ, উপহারের থেকেও বেশি সঙ্গ চান মানুষ। কাজের চাপে দিনের একটি বড় সময় বাড়ির বাইরে থাকেন অনেকেই। ফলে স্বামী-স্ত্রী-সন্তান কিংবা বাবা-মায়ের সঙ্গে এক বেলা গল্প করারও সময় নেই অনেকের। এ বার বড়দিনে তাই ছুটি নিন কাজ থেকে। আগে থেকে কাউকে না জানিয়ে কেটে ফেলুন সিনেমার টিকিট কিংবা ভাড়া করে রাখুন রেস্তরাঁর টেবিল। একসঙ্গে সুন্দর একটি সন্ধ্যা কাটান।