কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হামলার আশঙ্কায় বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদার করছে ইউক্রেন

জাগো নিউজ ২৪ ইউক্রেন প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ১৪:৪৬

বেলারুশ সীমান্ত থেকে নতুন করে রাশিয়ার হামলার আশঙ্কায় সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়াচ্ছে ইউক্রেন। ইউক্রেনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েভেন ইয়েনিন এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, সম্প্রতি বেলারুশ সফরে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমাদের আশঙ্কা বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়ার সেনারা। তাই আমরা সীমান্ত এলাকায় সেনা ও অস্ত্রের মজুদ বৃদ্ধি করছি।


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (১৯ ডিসেম্বর) বেলারুশ সফরে যান ও দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন। তিন বছরের মধ্যে এবারই প্রথমবার বেলারুশ গেছেন রুশ প্রেসিডেন্ট।


বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেন হামলার শঙ্কা আরও বেড়েছে কারণ, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানানো হয়, বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে তাদের সৈন্যরা।


ইউক্রেনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়েভেন ইয়েনিন আরও জানান, হঠাৎ করেই পুতিনের বেলারুশ সফর ও দুই দেশের যৌথ সামরিক মহড়ার কথা শোনার পর রাশিয়া-বেলারুশের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করছেন তার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও