দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে গুনতে হবে বাড়তি ফি

কালের কণ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০৯:০৭

চট্টগ্রাম নগরের দুটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাক-প্রাথমিক থেকে নবম পর্যন্ত বিভিন্ন শ্রেণির ভর্তিতে বাড়তি ফি আদায়ের তোড়জোড় চলছে। বেসরকারিতে সরকার নির্ধারিত সর্বোচ্চ তিন হাজার টাকা হলেও প্রতিষ্ঠান দুটিতে ভর্তি ফি পাঁচ থেকে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।


শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো নগরের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সাউথ এশিয়ান স্কুল।


নগরের দামপাড়া এলাকার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবার প্রাক-প্রাথমিকে ৩৬০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।


লটারির মাধ্যমে নির্বাচিত ছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার। সরকার রাজধানী ঢাকার বাইরে বেসরকারি স্কুলে ভর্তি ফি তিন হাজার টাকা নির্ধারণ করেছে। এই স্কুলে প্রাক-প্রাথমিকে এক মাসের বেতনসহ ভর্তি ফি ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভর্তি ফি পাঁচ হাজার টাকা, উন্নয়ন ফি দুই হাজার টাকা, সেশন ফি তিন হাজার টাকা। আর জানুয়ারি মাসের বেতন এক হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও