নিরাপরাধ সেই লিটনকে মুক্তি দিতে আদালতের আদেশ

প্রথম আলো সীতাকুণ্ড প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ২১:১৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শুধু নামের মিলের কারণে জেলখাটা নিরপরাধ মো. লিটনকে (৪০) মুক্তি দিতে আদেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। পুলিশের ভুলে তিনি বিনা দোষে ১০ দিন ধরে কারাভোগ করছেন।


লিটনের আইনজীবী সুলতা নাথ বলেন, এ আদেশের ফলে নিরাপরাধ লিটনের মুক্তিতে আর বাধা থাকল না। সব ঠিক থাকলে মঙ্গলবার তিনি কারামুক্ত হতে পারেন।


এ ঘটনায় গত শনিবার প্রথম আলো অনলাইন সংস্করণে ‘শুধু নামের মিলের কারণে জেল খাটছেন লিটন’ শিরোনামে এবং পরদিন ‘পুলিশের ভুলে কারাগারে নিরপরাধ’ শিরোনামে প্রথম আলো ছাপা সংস্করণে সংবাদ প্রকাশিত হয়।


আইনজীবী সুলতা নাথ প্রথম আলোকে বলেন, ১৫ ডিসেম্বর শুনানিতে লিটন নিরপরাধ বলে বিভিন্ন তথ্যপ্রমাণ তুলে ধরেন। এরপর আদালত বিষয়টি আরও নিশ্চিত হওয়ার জন্য সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে নির্দেশ দেন। পরে পুলিশের পক্ষ থেকে লিটন নিরপরাধ বলে আদালতে একটি প্রতিবেদন দেওয়া হয় এবং বিষয়টি ভুল হয়েছে বলে ক্ষমা প্রার্থনা করা হয়। ভবিষ্যতে আর এ ধরনের ভুল হবে না, গ্রেপ্তারের বিষয়ে আরও সতর্ক থাকার অঙ্গীকার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও