![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F12%2F19%2Fdeepika-1-c8968d8e7c9a4fa18db9eb9814bce845.jpg%3Fjadewits_media_id%3D830414)
কাতারের মাঠে মেসিদের আগে ইতিহাস গড়লেন দীপিকা!
কাতারের লুসাইল স্টেডিয়াম সাক্ষী হলো ইতিহাসের নতুন অধ্যায়ের। সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির হাতে উঠেছে বিশ্বকাপের স্বর্ণালী ট্রফি। ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ তিন যুগের অপেক্ষা ঘুচলো আর্জেন্টিনার। রবিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে এই ইতিহাসের জন্ম হয়েছে।
তবে তার আগেই কাতারের মাঠে আরেকটি দৃষ্টান্ত তৈরি করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছেন তিনি। ফাইনাল ম্যাচের আগে ফিফার সমাপনি অনুষ্ঠানে হাজির হন দীপিকা। স্পেনের সাবেক ফুটবলার ইকার ক্যাসিয়াস ফার্নান্দেজের সঙ্গে তিনি ট্রফি উন্মোচন করেছেন গ্যালারিভর্তি হাজারো দর্শকের সামনে।
দীপিকাই প্রথম ভারতীয়, যিনি বিশ্বকাপের ট্রফি উন্মোচনের মতো গৌরবময় অধ্যায়ের অংশ হলেন। ১৮ ক্যারেট স্বর্ণে বানানো ৬ দশমিক ১৭৫ কেজির এই ট্রফির জন্য তামাম বিশ্ব ফুটবলের লড়াই। প্রতি বিশ্বকাপের ফাইনালের আগেই বিশেষ আকর্ষণ থাকে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে ভারতীয় তথা পুরো বিশ্বের অভিনেত্রীদের প্রতিনিধিত্ব করলেন ‘পিকু’ তারকা।