কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চশমার পাওয়ার কেন বাড়ে–কমে

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২২, ১১:২৩

দৃষ্টি সমস্যাটি স্বাভাবিক। চোখের এ সমস্যায় চশমা পরতে হয়। এতে দৃষ্টি সমস্যার স্থায়ী সমাধান হয় না বটে, তবে দেখার সুবিধা হয়। যেহেতু দৃষ্টি সমস্যাটি নিজের নিয়মে চলতে থাকে, তাই এটি সব সময় একই পরিস্থিতিতে থাকবে না, এটি পরিবর্তনশীল। তাই মাঝেমধ্যে চশমার পাওয়ার পরিবর্তন করার প্রয়োজন হয়। প্রশ্ন হলো, কত দিন পরপর চশমার পাওয়ার পরিবর্তন করা প্রয়োজন।


বিষয়টি বুঝতে হলে দৃষ্টি সমস্যা বা রিফ্রেকটিভ এরর সম্পর্কে ধারণা দরকার। কোনো কিছু দেখার জন্য সেই বস্তু থেকে উৎসারিত আলোকরশ্মি চোখে আপতিত হয়ে রেটিনার কোনো বিন্দুতে মিলিত হতে হবে। আপতিত আলোকরশ্মি চোখের ভেতর প্রবেশের সময় কর্নিয়া ও প্রাকৃতিক লেন্স অতিক্রম করার সময় দিক পরিবর্তন করে এবং রেটিনার কোনো বিন্দুতে মিলিত হয়।


মিলিত বিন্দুকে বলা হয় ফোকাল পয়েন্ট। পুরো বিষয়টিকে বলা হয় রিফ্রাকশন। কোনো কারণে আলোকরশ্মি রেটিনার কোনো বিন্দুতে মিলিত হতে ব্যর্থ হলে, অর্থাৎ ফোকাল পয়েন্ট রেটিনার সামনে (মায়োপিয়া) বা পেছনে (হাইপারমেট্রোপিয়া) হলে তখন দৃষ্টি সমস্যা হবে। এটিই রিফ্রেকটিভ এরর বা সাধারণ দৃষ্টি সমস্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও